সর্বশেষঃবর্তমানে গুচ্ছ ও ঢাবি প্রযুক্তি নিয়ে কাজ করছি। কখন কি আপডেট আসে তা আপনাদের জানানোর চেষ্টা করছি। একসাথে সকল আপডেট পেতে ক্লিক করুন এখানে

JSON Variables

গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হতে পারে কালকের মধ্যে।

- সহজ শিক্ষা

ঢাবি প্রযুক্তি ইউনিটের সকল প্রতিষ্ঠানের ওরিয়েন্টেশন ক্লাস ১৪ নভেম্বর। মূল ক্লাস ১৫ নভেম্বর থেকে শুরু।

- সহজ শিক্ষা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী একাধিক বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন অন রাখতে পারবেন। এক বিশ্ববিদ্যালয় ভর্তি হলেও অন্যগুলোর ভর্তি বাতিল হবে না।

- সহজ বার্তা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট অপশন ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পেমেন্ট করতে পারবেন ১১ নভেম্বর পর্যন্ত।

- সহজ বার্তা

গুচ্ছের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের কোটার রেজাল্ট প্রকাশিত হয়নি। যাদের আপডেট হয়েছে তাদের রেজাল্ট আমাদের গুচ্ছ টেবিলে যুক্ত করা হয়েছে।

- সহজ শিক্ষা

ডান ও বামপাশে যে দুটি বাটন(চিহ্ন) রয়েছে সেখানে ক্লিক করলে নতুন সব আপডেটগুলো পেয়ে যাবেন। অথবা নিচের গোল বাটনগুলো ক্লিক করেও আপডেট দেখতে পারবেন।

- সহজ শিক্ষা


 

কি ছিল সেই ছবির গল্প

ইভটিজিং এর প্রতিটি চিত্র © জাহেদ রবিন 


এটাই কি সমাজের বাস্তব চিত্র নয়?

 চিত্রটার পেছনের গল্প। রামপুরাব্রিজ থেকে লোকাল বাসেকরে ডেমরা স্টাফ-কোয়ার্টারে যাচ্ছি। পাশাপাশি সিটে বসেছেন স্বামী-স্ত্রী, স্ত্রী বোরকা পরে মুখ ঢেকে রেখেছেন স্বামীর পোশাকেও ছিলো ধর্মীয় লেবাস। এইটুকু ঠিক ছিলো। লোকাল বাস যেহেতু অনেক মানুষ দাড়িয়ে ছিলো। ঔ স্বামীর কাছাকাছি এসে যখন একটা মেয়ে দাড়ালো পাশে স্ত্রী থাকায় খুব সতর্কতার সাথেই পাশে দাড়িয়ে থাকা মেয়েটার রানে হাতের কনুই দিয়ে টার্চ করছে৷ দৃশ্যটা দুই একবার আমার চোখে পড়ার পর আমি সিট থেকে ওঠে মেয়েটাকে বসতে বললাম। আমি ইচ্ছে করেই মেয়েটা দাঁড়িয়ে থাকা জায়গায় গিয়ে দাঁড়ালাম। ১০ মিনিটে আমার রানে একটা বারের জন্যেও ঔ লোকের হাত এসে লাগেনি। এর মধ্যেই স্বামী স্ত্রী দুইজন মেরাদিয়া বাজার নেমে যায়। ওদের সিটে বসেই ঘটনাটা আমাকে প্যারা দিচ্ছে। পকেট থেকে মোবাইল বের করে এই ঘটনা ও পুরুষ শাসিত সমাজে মেয়েরা কতটা অসহায় বাসে বসেই চিত্রটি মোবাইলে আঁকি। নামকরণ দিই " পুরুষ শাসিত সমাজ" ২০১৮ সালে ছবিটা নিয়ে অপব্যাখ্যা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছি, কেউ কেউ মসজিদ খুঁজে পেয়েছেন। শিল্পী কারো বিশ্বাস কে আঘাত করেনা, সত্যকে অনুসন্ধান করে শিল্পে সত্যের বর্ণনা করে।


©️ জাহেদ রবিন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

©All right reserved by সহজ শিক্ষা 2022
Creator and CEO: SAFIQUL ISLAM SABID