সর্বশেষঃবর্তমানে গুচ্ছ ও ঢাবি প্রযুক্তি নিয়ে কাজ করছি। কখন কি আপডেট আসে তা আপনাদের জানানোর চেষ্টা করছি। একসাথে সকল আপডেট পেতে ক্লিক করুন এখানে

JSON Variables

গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হতে পারে কালকের মধ্যে।

- সহজ শিক্ষা

ঢাবি প্রযুক্তি ইউনিটের সকল প্রতিষ্ঠানের ওরিয়েন্টেশন ক্লাস ১৪ নভেম্বর। মূল ক্লাস ১৫ নভেম্বর থেকে শুরু।

- সহজ শিক্ষা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী একাধিক বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন অন রাখতে পারবেন। এক বিশ্ববিদ্যালয় ভর্তি হলেও অন্যগুলোর ভর্তি বাতিল হবে না।

- সহজ বার্তা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট অপশন ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পেমেন্ট করতে পারবেন ১১ নভেম্বর পর্যন্ত।

- সহজ বার্তা

গুচ্ছের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের কোটার রেজাল্ট প্রকাশিত হয়নি। যাদের আপডেট হয়েছে তাদের রেজাল্ট আমাদের গুচ্ছ টেবিলে যুক্ত করা হয়েছে।

- সহজ শিক্ষা

ডান ও বামপাশে যে দুটি বাটন(চিহ্ন) রয়েছে সেখানে ক্লিক করলে নতুন সব আপডেটগুলো পেয়ে যাবেন। অথবা নিচের গোল বাটনগুলো ক্লিক করেও আপডেট দেখতে পারবেন।

- সহজ শিক্ষা


 

রাজশাহী মেডিকেল কলেজে জন্ম নিল বিশেষ ধরনের শিশু

 

রাজশাহী মেডিকেলে জন্ম নেওয়া বিশেষ শিশু © ফাইল ছবি 

*রাজশাহী মেডিকেল কলেজ সাক্ষী হল নতুন অভিজ্ঞতার। রাজশাহী মেডিকেল কলেজে জন্ম নিল এক বিশেষ ধরনের শিশু।

এই শিশু সম্পর্কে বর্ণনা করেন ওই মেডিকেলের চিকিৎসক শ্রেয়সী শ্রেয়া। তার ফেসবুক পোস্টটি নিম্নরূপঃ-


সেদিন সন্ধ্যায় পেশেন্ট রিসিভ করছি... একাই আছি... ২৬(নিওনেট) এর মাথা নষ্ট ইভনিং... সমানতালে নতুন বাচ্চা আসছে আর পুরাতন বাচ্চাগুলা খারাপ হচ্ছে তখন ওয়ার্ডের ভিতর দৌড়াচ্ছি সাথে NG tube করা, রিপোর্ট দেখা, কনভালশন কন্ট্রোল করা, সুগার চেক করা, ইনভেস্টিগেশন দেয়া আর তার সাথে দুধ খাওয়াবো কি না, স্যালাইন আর থাকবে কি না, বাচ্চা কানতেছে কেন, বাচ্চা কানতেছে না কেন এইসব তো আছেই, কন্সট্যান্টলি ১০/১২ জন মানুষ ঘাড়ের উপর দাঁড়ায়ে আছে রুমের মধ্যে কিছু না কিছু নিয়ে মানে মোটামুটি পাগল হয়ে যাওয়ার অবস্থা।


ঠিক সেই সময় একটা নতুন বেবি নিয়ে আসলো, গাইনী থেকে সরাসরি উপরে পাঠিয়ে দিয়েছে এবং যথারীতি রিসিভ না করায়েই নিয়ে আসছে বললাম সিস্টারের কাছে গিয়ে বাচ্চার ওজন করায় আনেন, আনলো তারপর জিজ্ঞেস করলাম বাচ্চার কি সমস্যা, বাচ্চা এমনভাবে মুড়ায়ে রাখছেন আমি স্টেথো লাগাবো কিভাবে আমি তো কিচ্ছু দেখতেই পাচ্ছি না।

তারপর বেবিটাকে এক্সপোজ করলো তখন আমি এত থতমত খেয়ে গেছি যে প্রথম দুই মিনিট নিজেই খুবই আনপ্রফেশনাল বিহেভ করলাম তারপর ম্যাডামের কাছে দৌড় দিয়ে নিয়ে গেলাম, ম্যাডাম সিনিয়র স্যারকে ফোন দিলেন, স্যারকে ছবি পাঠানো হলো, স্যার ও বললেন আমাদের হাতে তো এটার প্রতিকার কিছু নেই, আমরা রুটিনলি যা দেই ট্রিটমেন্ট মোটামুটি সেভাবেই দিয়ে রাখতে হবে।


Classic harlequin baby!!!!!!!!


হিস্ট্রি নিয়ে জানতে পারলাম এনাদের আগের বেবিটাও ঠিক এরকমই Harlequin ichthyosis syndrome ছিলো, মাত্র কয়েকদিন সারভাইভ করেছিলো। কিন্ত এবারের প্রেগনেন্সিতে সব রিপোর্ট নরমাল থাকায় তাদের বিন্দুমাত্র ও ধারণা ছিলো না যে এবারো এমন হবে!! ৩ লাখে মাত্র ১ টা বাচ্চা এরকম হয়, তাও এদের consanguinity in marriage এর ও হিস্ট্রি নাই!! যাইহোক কাউন্সেলিং করলাম, Autosomal recessive disorder এর genetic fault টা কিভাবে আসে মোটামুটি বুঝানোর চেষ্টা করতেই বাচ্চার বাবা হাউমাউ করে কান্না...


The thing I have witnessed in these days which hit me the hardest is not death, that is sorrow, that is helplessness...


দুঃখের চেয়ে তীব্র অনুভূতি বোধহয় আর কিছুই নাই।


আর সুস্থ স্বাভাবিক মানবশিশুর চেয়েও সুন্দর আর কিছু নাই, তারপরেও সবাই বাচ্চা কালো না ফর্সা ছেলে না মেয়ে নাক ভোতা, চোখ ছোট ছোট এগুলা নিয়ে সে কি বিশাল মাথাব্যথা,কি হাস্যকর তাইনা???


Homo sapiens are the most ungrateful species in this universe.


(We are not disclosing patient's identity and photos taken for academic and treatment purpose with full permission)


© ডাঃ শ্রেয়ার ফেসবুক পোস্ট


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

©All right reserved by সহজ শিক্ষা 2022
Creator and CEO: SAFIQUL ISLAM SABID