সর্বশেষঃবর্তমানে গুচ্ছ ও ঢাবি প্রযুক্তি নিয়ে কাজ করছি। কখন কি আপডেট আসে তা আপনাদের জানানোর চেষ্টা করছি। একসাথে সকল আপডেট পেতে ক্লিক করুন এখানে

JSON Variables

গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হতে পারে কালকের মধ্যে।

- সহজ শিক্ষা

ঢাবি প্রযুক্তি ইউনিটের সকল প্রতিষ্ঠানের ওরিয়েন্টেশন ক্লাস ১৪ নভেম্বর। মূল ক্লাস ১৫ নভেম্বর থেকে শুরু।

- সহজ শিক্ষা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী একাধিক বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন অন রাখতে পারবেন। এক বিশ্ববিদ্যালয় ভর্তি হলেও অন্যগুলোর ভর্তি বাতিল হবে না।

- সহজ বার্তা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট অপশন ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পেমেন্ট করতে পারবেন ১১ নভেম্বর পর্যন্ত।

- সহজ বার্তা

গুচ্ছের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের কোটার রেজাল্ট প্রকাশিত হয়নি। যাদের আপডেট হয়েছে তাদের রেজাল্ট আমাদের গুচ্ছ টেবিলে যুক্ত করা হয়েছে।

- সহজ শিক্ষা

ডান ও বামপাশে যে দুটি বাটন(চিহ্ন) রয়েছে সেখানে ক্লিক করলে নতুন সব আপডেটগুলো পেয়ে যাবেন। অথবা নিচের গোল বাটনগুলো ক্লিক করেও আপডেট দেখতে পারবেন।

- সহজ শিক্ষা


 

এক নজরে দেখে নিন গুচ্ছের ভর্তি প্রক্রিয়া




প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০৭/১১/২০২২ তারিখ হতে ১১/১১/২০২২ তারিখের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১১/১১/২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।

মূল কাগজপত্র জমাঃ ০৭/১১/২০২২ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১২/১১/২০২২ তারিখ বিকাল ০৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার লক্ষ্যনীয়ঃ

(ক) এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বিভাগসহ প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও আবেদনকারী যদি যে কোনো একটিতে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে পরবর্তীতে GST- গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

(খ) প্রাথমিক ভর্তি ফি পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

(গ) কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

(ঘ) প্রাথমিক ভর্তির কোন এক সময় Subject Migration Stop বা University Migration Stop অথবা উভয়টি একবার সম্পন্ন করলে পরবর্তীতে তা আর বাতিল করার কোন সুযোগ নাই। নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে যে কোন মাইগ্রেশন স্টপ সম্পন্ন করা প্রয়োজন।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission SystemOnline Admission Guideline -এ প্রদত্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

©All right reserved by সহজ শিক্ষা 2022
Creator and CEO: SAFIQUL ISLAM SABID